Wednesday, November 23, 2011

আরামবাগে বর্দ্ধিতমূল্যে ধান কেনা শুরু হল

হরিণখোলা ১ নং গ্রাম পঞ্চায়েত
আরামবাগ মহকুমার ছ’টি ব্লকে  সহায়ক মূল্যে সরকারীভাবে ধান কেনা হবে। আজ পুরশুড়া বিডিও অফিসে বিধায়ক পারভেজ রহমান, আরামবাগের বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, মহকুমা শাসক অরিন্দম নিয়োগীর উপস্থিতিতে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চাষীভাইদের কাছ থেকে সরাসরি ধান কেনার ব্যাপারে আরামবাগ, পুরশুড়া, খানাকুল -১ ও ২ এবং গোঘাট – ১ ও ২ ব্লকের উপস্থিত সমষ্টি উন্নয়ন আধিকারিকদের বিশেষভাবে উদ্যোগী হতে অনুরোধ করেন।
আজ পুরশুড়া ও আরামবাগ ব্লকে সরু চালের ধান কুইন্টাল প্রতি ১১১০ টাকা এবং মোটা চালের ধান ১০৮০ টাকা দরে কেনা শুরু হল। পরে শ্রী মল্লিক আরামবাগ ব্লকের হরিণখোলা -১ গ্রাম পঞ্চায়েতে নিজে ধান কেনা খতিয়ে দেখেন।
প্রাথমিকভাবে নিম্নোক্ত সূচী অনু্যায়ী ধান কেনা হতে পারে।
আরামবাগ ব্লক - নভেম্বরঃ ২৩, ২৫, ২৮ এবং ডিসেম্বরঃ ৫
পুরশুড়া ব্লক - নভেম্বরঃ ২৩ এবং ডিসেম্বরঃ ২, ৯, ১৫
খানাকুল ১ ব্লক - নভেম্বরঃ ২৫, ২৮ এবং ডিসেম্বরঃ ২, ১২
খানাকুল ২ ব্লক - নভেম্বরঃ ২৯ এবং ডিসেম্বরঃ ৭
গোঘাট ১ ব্লক - নভেম্বরঃ ২৭ এবং ডিসেম্বরঃ ২, ৭, ১২
গোঘাট ২ ব্লক - নভেম্বরঃ ২৯ এবং ডিসেম্বরঃ ২, ৭, ১২, ১৫
এই সূচী পরিবর্তিত হতে পারে। বি ডি ও অফিসে বিস্তারিত জানা যাবে। 
If you have any difficulty to see the Bengali font, please download Bengali unicode font after observing all formalities. 

No comments:

Post a Comment